গাজীপুর, বড়বাড়ি, কুনিয়া মধ্যপাড়া ব্লু স্কাই স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার ২৬/০২/২০১৬ দিনব্যাপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই বছর প্রথম স্কুল শুরু হয় । স্টুডেন্ট সংখ্যা ৪৬ জন , পুরুস্কার দেয়া হয় প্রতিযোগিতা মধ্য থেকে ১ম ২য় ৩য় ৪র্থ পর্যন্ত । আমরা প্রথম ১ম ২য় ৩য় ৪র্থ পুরুস্কার দিয়াছি । এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুর রশিদ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লু স্কাই স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রশিদ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, মার্বেল কুড়ানো, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য জুড়িতে বল ও সতিনের ছেলে প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।
সমাপনি বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতিষ্ঠানের পক্ষথেকে আগত সকল অতিথি ও অভিবাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। Blue Sky School http://bss1campus.blogspot.com/
২০১৫ JSC পরীক্ষার সময়সূচী।
![]() |
| Add caption |

No comments:
Post a Comment